দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) নেতা গ্রেফতার

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) চরমপন্থী ও এলফা বাহিনীর নেতা এলফা রহমান এলফা (৪৮) কে গ্রেফতার করেছে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশ। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) নৌ বাহিনী এবং পুলিশের সমন্বয়ে দিঘলিয়া উপজেলাধীন বারাকপুর ইউনিয়নের অন্তর্গত লাখোহাটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (জনযুদ্ধ) চরমপন্থী ও এলফা বাহিনীর নেতা এলফাজুর রহমান এলফা (৪৮), পিতাঃ নেছারউদ্দিন, গ্রামঃ লাখোহাটি, থানাঃ দিঘলিয়াকে নিজ বাড়ি হতে ভারতীয় পরিচয় পত্র ১টি, আঁধার কার্ড ২টি, ইনকাম ট্যাক্স কার্ড ১টি, এটিএম কার্ড ২টি, দেশীয় দা ১টি, অজ্ঞাত মেডিসিন ৫ প্যাকেট, অজ্ঞাত ট্যাবলেট ৫ পাতা এবং ১০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বে দিঘলিয়ায় তার নেতৃত্বে গঠিত এলফা বাহিনীর মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, খুন, চাঁদাবাজি, ডাকাতি এবং মাদকের সিন্ডিকেট পরিচালিত হতো। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের চেষ্টা করা হলে সে ভারতে পালিয়ে যায় এবং সেখানে একটি খুনের মামলায় প্রায় ১০ বছর কারাগারে আটক ছিল। এছাড়াও দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে ৩-৪টি অস্ত্র ও চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন লিখিত অভিযোগ রয়েছে।



