দৈনিক প্রবাহে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল পাউবো

মনিরুজ্জামান বটিয়াঘাটা থেকে ঃ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা ডিভিশন-১ এর কর্তৃপক্ষ। গত ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার, আজকের পত্রিকায় “পাউবোর জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান” শিরোনামে প্রকাশিত সংবাদের পর গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে গিয়ে দখলের অভিযোগের সত্যতা পান। খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের নেতৃত্বে এসডি, এসও সহ অন্যান্য কর্মকর্তারা ২৪ নম্বর পোল্ডারের অন্তর্গত বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা দেখতে পায়, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সরকারি জমি দখল করে প্রায় অর্ধশত পাকা ভবন নির্মাণ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন,দখলকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। তিনি আরও জানান, নোটিশ প্রাপ্তির সাত (৭) দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণে ব্যর্থ হলে বিধি অনুযায়ী দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাউবো সূত্রে জানা যায়,ডুমুরিয়া পানি উন্নয়ন উপ-বিভাগ, বাপাউবো, ডুমুরিয়া, খুলনা এর আওতাধীন পোল্ডার নং-২৯ এর অন্তর্গত মৌজা সুন্দরমহলে এল.এ. কেস নং ৫৯/৬৭,৬৮ এর মাধ্যমে এস.এ. দাগ নং ১০৪, ১০৩, ১০২, ১০০, ১০১, ১২১ ও ১২২ হতে পানি উন্নয়ন বোর্ডের অনুকূলে অধিগ্রহণকৃত জমি রয়েছে। উক্ত জমি বি.আর.এস জরিপে দাগ নং ৯৩, ০৯৫ ও ৩৮১/৫৭৮ এর ২ নং খতিয়ানে অন্তর্ভুক্ত। অভিযোগ রয়েছে, এসব সরকারি জমি স্থানীয় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে পাকা অবকাঠামো নির্মাণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারক নং-৫২/১(৫) এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরসমূহে অনুলিপি প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, নির্বাহী প্রকৌশলী, খুলনা পানি উন্নয়ন বিভাগ-১ এর উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া; অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা; উপ-সহকারী প্রকৌশলী, চন্ডিপুর পানি উন্নয়ন শাখা এবং উপ-বিভাগীয় প্রকৌশলী, ডুমুরিয়া পানি উন্নয়ন উপ-বিভাগ সহ সরকারের বিভিন্ন দপ্তরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে অনুলিপি প্রেরণ করা হয়।উল্লেখ্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যেকটি ঘরের সামনে নোটিশ বোর্ড টানিয়ে দেন।



