স্থানীয় সংবাদ

১১নং ওয়ার্ডে গণভোটে হ্যাঁ’র পক্ষে শোভায় যাত্রায় বক্তারা হ্যাঁ জিতলে ছাত্র-জনতার স্বপ্নের বাংলাদেশ গড়তে সহজ হবে

স্টাফ রিপোর্টারঃ গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে। জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে। শনিবার সকালে কেসিসি ১১নং ওয়ার্ডের উদ্যোগে গণ ভোট হ্যাঁ-এর পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভায় বক্তারা এসব কথা বলেন। ১১নং ওয়ার্ডের দায়িত্বপ্র্াপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সুজনের খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, ১১নং ওয়ার্ড সচিব আঃ জলিল, জাহিদ হোসেন, মাসুদ রানা, ইসরাফিল, আঃ রহমানসহ খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভা যাত্রাটি ১১নং ওয়ার্ড অফিস থেকে বের হয়ে বিআইডিসি সড়ক দিয়ে প্লাটিনাম শ্রমিক কলোনীর ভিতর দিয়ে প্লাটিনাম মিলের ২নং গেট হয়ে ওয়ার্ড অফিসে ফেরৎ আসে। পরে এক সংক্ষিপ্ত সভায় বলা হয়, গণভোটে হ্যাঁ জিতলে ক্ষমতারভারসম্য আসবে। হ্যাঁ জিতলে জনগণ শক্তিশালী হবে। ফিরবে না আর ফ্যাসিবাদ। হ্যাঁ জিতলে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। তাই আসুন গণ ভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দেই। অন্যকে উৎসাহিত করি। তাহলেই ছাত্র-জনতার স্বপ্নের বাংলাদেশ গড়তে সহজ হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button