স্থানীয় সংবাদ
৫নং ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার কার্যক্রম

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর ভৈবর নদীর তীরে ৫নং ঘাটে সৌন্দর্য প্রিয় মানুষের জন্য গড়ে ওঠা স্পটটি ময়লা আবর্জনায় অপরিস্কার হয়ে পড়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিডি ক্লিন ও টুরিস্ট পুলিশ যৌথ উদ্যোগে শনিবার বিকেলে স্পটির ময়লা আবর্জনা পরিস্কার করেন। এতে অংশ নেন বিডি ক্লিন-এর জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম, জেনাল সমন্বয়ক সুমনা, আঃ সবুর, গোলাম রব্বানী, আমনিুল ইসলাম, বনি আমিন, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর সমির কুমার বিশ্বাস,ইন্সপেক্টর নিমাই চন্দ্র, এসআই রেজাউল, এসআই স্বপন কুমার, এসআই বাবুল চন্দ্র,এসআই মিঠুনসহ আরো অনেকে।



