খুলনা সদর থানা বিএনপির বিভিন্ন পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা

খবর বিজ্ঞপ্তি ঃ দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খুলনা মহানগরের সদর থানা শাখায় একাধিক পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। সদর থানা বিএনপির নির্বাহী সিদ্ধান্ত মোতাবেক জিয়াউর রহমান জিয়াকে সহ-সভাপতি, আব্বাস আলমকে সহ-প্রচার সম্পাদক, মঈনুল ইসলাম কিরনকে সাংগঠনিক সম্পাদক (২) এবং শাহীনুল ইসলামকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) নবনিযুক্ত নেতৃবৃন্দকে পৃথক পৃথক দায়িত্বপত্রের মাধ্যমে জানানো হয় যে, তাঁদের সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে দল আশাবাদী। একই সঙ্গে দলকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। দায়িত্বপত্রে উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্তরা আজকের তারিখ থেকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ স্বাক্ষরিত এসব দায়িত্বপত্রে নবনিযুক্ত নেতাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, নতুন এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে খুলনা সদর থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে দল অধিকতর সক্রিয় ভূমিকা রাখতে পারবে।



