স্থানীয় সংবাদ

বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় আমরা খুলনাবাসীর প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি ঃ সারা দেশের ন্যায় খুলনায় ও তীব্র আকার ধারণ করেছে.এলপিজি গ্যাস সংকট.পেট্রোম্যাক্স.আই গ্যাস পাওয়া গেলেও.বঙ বঙ কোম্পানির গ্যাস সিমিত আকারে পেলে ও টাকার পরিমাণ বেশি। রান্নার কাজে ব্যবহৃত জরুরি এলপিজি গ্যাস সংকট.অতিরিক্ত বাঙতি দামে বিক্রি করায়.অদ্য ইংরাজি ২৪ তারিখ শনিবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ জামাল মোঙলের পরিচালনায় প্রতিবাদ সভায়. বক্তারা বলেন বিইসি কোনো শুনানী ছাড়া গ্যাসের মূল্য ভোক্তা পর্যায়ে ১২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বৃদ্ধি করে ১৩০৬ করায়.সম্প্রতি বাজারে আই গ্যাস ১৪৫০/=১৫০০/= বসুন্ধরা ১৭০০/=১৮০০/=যমুনা ১৭০০/= পেট্রোম্যাক্স ১৬০০/=কারসাজি করে দাম হাকিয়ে বিক্রি করছে।অভিযোগ আছে ডিলারগন দাম বেশি নিচ্ছেন। বিধায় খুচরা দোকানিরা বেশিতে বিক্রি করছেন।গ্যাসের সংকট দেখা দিলেও বেশি টাকা দিলে গ্যাস পাওয়া যাচ্ছে.যেন দেখার কেউ নাই। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন,২০/২৫ দিন ধরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের অধিক মূল্য বৃদ্ধি পাওয়ায় ভোক্তারা বিশেষ করে নিম্ম মধ্য বিত্ত,নিম্ম বৃত্ত.সহ হোটেল রেস্তরা গুলি চরম বিড়ম্বনায় পড়েছেন জানিয়ে বলেন,এই অবস্থা চলতে পারেনা। অনতিবিলম্বে এই সকল অবৈধ ব্যবসায়ীদের চিন্হিত করা যারা ভোক্তাগনের পকেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের কে চিন্হিত করে,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তির দাবি জানিয়ে দ্রুত ই গ্যাসের সরবারহ সচল করার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।এবং বিইসি নির্ধারিত মূল্যে ভোক্তারা গ্যাস ক্রয় করিতে পারে তার ব্যবস্থা নেওয়ার আহব্বান জানিয়ে বলেন অন্যথায় কঠিন কর্মসূচি দেওয়া হবে জানিয়ে বক্তৃতা করেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি,মোঃ সিরাজ উদ্দিন সেন্টু.মোঃ কামরুল ইসলাম কামু,জি এম মহিউদ্দিন,বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এস এম সোহরাব হোসেন. সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা.বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন,যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, মোঃ আঃ রাজ্জাক মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু খন্দকার তৈয়েবুল ইসলাম টিম,তালুকদার মোঃ হেলালুজ্জামান,মোঃ সবুজুল ইসলাম.মোঃ খায়রুল আলম,মোঃ মনিরুজ্জামান.মোঃ মনিরুজ্জামান মিলন,মোঃ মামুন অর রশিদ,সৈয়দ বদিউজ্জামান বদু,মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু,মোঃ রেজওয়ান হোসেন,মোঃ আবু বক্কার,মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button