গোয়ালখালী ইউনিট বিএনপি’র নির্বাচনীয় আলোচনা

খবর বিজ্ঞপ্তি: খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড গোয়ালখালী ইউনিট বিএনপি’র আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় দলটির নিজস্ব অস্থায়ী কার্যালয়ে নির্বচনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আমিন ঊদ্দিন । এ সময়ে তিনি বলেন, খুলনা তিন আসন খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা নিয়ে গঠিত খুলনা তিন। এই তিন আসন বিএনপি’র ঘাটি হিসেবে পূর্বের ইতিহাস রয়েছে। দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন আমাদের ধানের শিষের কান্ডারী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামীদিনের সোনার বাংলা গড়ার পাশাপাশি আদর্শবান নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমরা ধানের শীষে ভোট দিব। এছাড়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন (পিন্টু), মোঃ ইকরাম হোসেন ,দাউদার রহমান,ফোরকান মোল্লা খন্দকার সাহাবুল ইসলাম, মোঃআমীরুল ইসলাম রফিউদ্দিন রফি, মোঃ রেজাউল ইসলামসহ অনেকে।



