স্থানীয় সংবাদ

নারীদের স্বাবলম্বী ও পারিবারিক ক্ষমতায়নে বিএনপি দেবে ‘ফ্যামিলি কার্ড’: বকুল

খবর বিজ্ঞপ্তি : বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে প্রতিটি যোগ্য পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। শনিবার (২৪ জানুয়ারি) দৌলতপুর থানাধীন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল । নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এক ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক সভায় তিনি বলেন যে, বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে প্রতিটি যোগ্য পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই বিশেষ কার্ডের মূল লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ।
তিনি আরো বলেন, প্রতিটি পরিবারের ভিত মজবুত করার মাধ্যমে সামগ্রিক পারিবারিক ক্ষমতায়ন নিশ্চিত করা। একটি দেশের টেকসই উন্নয়নের জন্য নারীর আর্থিক স্বাধীনতা অপরিহার্য। আর সেই লক্ষ্যেই তাদের এই পরিকল্পনা।
বকুল আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার আওতায় আসবে। যা তাদের পরনির্ভরশীলতা কমিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে। তিনি মনে করেন, পরিবারের প্রধান চালিকাশক্তি নারীরা যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন, তখন সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা অনেক সহজ হবে।
রকিবুল ইসলাম বকুল আরও বলেন, এই কার্ড ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর হাতে সুফল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত স্বনির্ভর পরিবার গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণই এই উদ্যোগের মূল দর্শন বলে তিনি ভোটারদের আশ্বস্ত করেন।
দোয়া মাহফিলে আলহাজ্ব হোসেন আলী আকুঞ্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন দৌলতপুর সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button