খুলনায় ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের প্রচারে নামতে জিয়া পরিষদের টীম গঠন

খবর বিজ্ঞপ্তি : খুলনায় ছয়টি সংসদীয় আসনে ‘ধানেরশীষ’ প্রতীকের প্রার্থীদের প্রচারণায় নামতে জেলা ও মহানগর জিয়া পরিষদের টীম গঠন করা হয়েছে। প্রতিদিন কয়েকটি টীমে ভাগ হয়ে প্রার্থীদের সাথে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠকসহ সকল প্রচার-প্রচারণায় অংশ গ্রহন করবেন নেতৃবৃন্দ।
গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির হল রুমে খুলনা জেলা ও মহানগর জিয়া পরিষদের যৌথ প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া গত শুক্রবার রাতে জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচন পরিচালনায় গঠিত খুলনা বিভাগীয় জিয়া পরিষদের আহবায়ক ড. প্রফেসর হারুন অর রশিদ খানের সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ুন কবীরের সঞ্চালনায় বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সমন্বয়ে ভার্স্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে, খুলনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চারনায় যৌথ প্রস্তুতি সভায় বক্তৃতা করেন মহানগর জিয়া পরিষদের সভাপতি এড. মোল¬া মশিয়ুর রহমান নান্নু, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. মিশকাত হোসেন, আশরাফুল ইসলাম নূর, এড. আব্দুস সোবহান, কাজী ফেরদাউস, মো. হাবিবুর রহমান, এমএম পারভেজ, এসএম এমরান, মো. মিজানুর রহমান, মো. আলমগীর হোসেন খান, অধ্যাপক মো. ছাইদুর রহমান, এসএম আব্দুস সালাম, মোস্তফা মাহমুদ, মো. রবিউল ইসলাম, মো. লোকমান হাকিম, মো. জাকির হোসেন, মো. রুহুল আমীন কুতুব উদ্দিন, একেএম আলমগীর হাবিব, মো. খায়রুল আলম শেখ, মো. আব্দুল মাজেদ শেখ, মো. আবুল কাশেম, এসএম মোহাম্মদ আলী, এসএম ফকরুল হাসান, মো. আব্দুল আহাদ, মো. শহিদুল ইসলাম, গোলাম মোহাম্মদ, কেএম মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. ফজলে এলাহী খান মন্টু, মলি¬ক নুরুল ইসলাম তিতু প্রমুখ। প্রস্তুতি সভায় খুলনার ছয়টি সংসদীয় আসনে ‘ধানেরশীষ’ প্রতীকের প্রচার-প্রচারণায় কয়েকটি টীম গঠন করা হয়েছে। এছাড়া জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আবদুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেনের খুলনায় আগমন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অবিসাংবাদিত নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিপূর্ণ সুস্থ দীর্ঘায়ু কামনা ও জনগনের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মহান আল-াহ্’র সাহায্য প্রার্থনা করেন নেতৃবৃন্দ।।



