স্থানীয় সংবাদ

বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসঙ্গিবাদ বাজ ও দখলবাজদের জায়গা হবে না … আজিজুল বারী হেলাল

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসবাজ ও দখলবাজদের জায়গা হবে না। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কয়রা উপজেলা বিএনপি এই নির্বাচনী জনসভার আয়োজন করে। আজিজুল বারী হেলাল আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সুযোগ এসেছে ভোট দেওয়ার। এই নির্বাচনে একটি রাজনৈতিক দল নির্বাচনীকে কেন্দ্র করে মানুষকে ভুল বুঝিয়ে ফায়দা আদায়ের চেষ্টা চালাচ্ছে। মানুষ তাদের ধোঁকাবাজি বুঝতে পেরেছে। এবার জনগণ তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। তাই একটি নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। আজিজুল বারী হেলাল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ ছাড়া মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হবে। কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা বিএনপি সদস্য এম এ হাসানের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়বুর রহমান, কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল। এতে
আরও বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, খুলনা জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব সাঈদ হোসেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সেতারা সুলতানা, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, রুপসা উপজেলা বিএনপি আহবায়ক মোল্লা সাইফুল ইসলাম, মোল্লা কবির হোসেন, নাজমুস সাকিব, ওহিদুজ্জামান ডাবলু, কয়রা আইনজীবী সমিতির সহ-সভাপতি বিএনপি নেতা এ্যাডঃ শেখ আঃ রশিদ, বায়জিদ হোসেন, এফ এম মনিরুজ্জামান মনি, এস এম এ রহিম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি, জিএম রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সালাউদ্দিন লিটন, মোস্তাফিজুর রহমান, কোহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, নুর মোহাম্মদ জমিদার, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মহররম হোসেন, শেখ মাসুদুর রহমান, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ডাঃ নুরুল ইসলাম খোকন, আঃ রহমান বাচ্চু, এ্যাডঃ আনিছুর রহমান, কামরুল ইসলাম, ফয়জুল করিম খোকন, কোহিনূর আলম, আয়ুব আলী, ওসমানী গনি, বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি মোকলেছুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, কয়রা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, পীর আলী, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, শ্রমীক দলের সভাপতি আকবার হোসেন, সাধারণ আঃ রউফ, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তাতী দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৎস্যজীবি দল নেতা মোঃ আছের আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের আহবায়ক মামুন হোসেন, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button