মোরেলগঞ্জ মডেল একাডেমির পিঠা উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যের অনন্য মিলনমেলা

# শীতের কুয়াশায় পিঠার সুবাস #
এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : শীতের নরম রোদ, কুয়াশাভেজা সকাল আর পিঠার মিষ্টি ঘ্রাণÍসব মিলিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে যেন ফিরে এসেছিল গ্রামবাংলার চিরচেনা উৎসবের দিন।
মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ২নং ওয়ার্ড পৌরসভায় অবস্থিত মডেল একাডেমির আয়োজনে একাডেমি চত্বরে অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসব পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলায়।
ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো একাডেমিক প্রাঙ্গণ।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে আয়োজিত উৎসবে এস এম সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুল্লাহ। তিনি বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।”
মধ্য শীতের সকালে পিঠা খাওয়ার আনন্দ নিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের ঢল নামে। উৎসবকে ঘিরে মডেল একাডেমি চত্বর সাজানো হয় নানা রঙিন আয়োজনে। গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা, দুধচিতা থেকে শুরু করে আধুনিক স্বাদের পিঠায় ভরে ওঠে সুসজ্জিত স্টলগুলো। বাহারি পিঠার সাজ ও মিষ্টি সুবাসে দর্শনার্থীদের মন জয় করে নেয় পুরো আয়োজন।
শুধু পিঠাই নয়Íউৎসবের আরেকটি বড় আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশিত নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের উচ্ছ্বাস, অভিভাবকদের আনন্দ আর দর্শনার্থীদের করতালিতে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। শীতের সকালের নীরবতা ভেঙে চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের উষ্ণতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আরিফুল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান এম. শহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রূপসা চাঁদপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান এবং মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নাহিদ মাহমুদ রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানাসহ মডেল একাডেমির শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও শীতের সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই এই পিঠা উৎসবের আয়োজন। পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপভোগ করেন এক আনন্দময় দিন। শীতের এই উৎসব শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে ওঠে ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।



