রূপসায় ১০ দলীয় জোটের প্রার্থী মাওঃ সাখাওয়াত হোসাইনের দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি : রূপসায় খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি (রবিবার) উপজেলার পালের বাজারে মানব কল্যাণ কিন্ডার গার্ডেনে পুরুষ ও মহিলাদের উঠান বৈঠক এবং শিক্ষক ও অবিভাবকের সাথে মতবিনিময় শেষে পালেরহাট বাজারে গণসংযোগ করেন। পরে রূপসা রেলওয়ে মাঠে সমাবেশ যোগদান করেন। বাদ আসর অচিনতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত দেওয়াল ঘড়ির প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে গণসংযোগ,রূপসা মারকাযুল হুদা মাদ্রাসায় ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর সাথে মতবিনিময়। জাবুসায় গণসংযোগ,ইলাইপুর মোহাম্মদীয়া আল-মদিনা জামে মসজিদের সামনে দোওয়াল ঘড়ির নির্বাচনী পথসভা শেষে তিলকে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশসহ এভাবে রূপসা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীম,বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, রুপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিম উদ্দীন,খুলনা মহানগর খেলাফত মজলিসের সেক্রেটারি এ্যাড: শহিদুল ইসলাম,খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ,রুপসা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী,জাতীয় ছাত্র শক্তির জেলার যুগ্ম সদস্য সচিব ফাহাদ গাজী,শামিম হাওলাদার, সোহান শেখ, ইগ্রাফিল,প্রমুখ।



