খালিশপুর থানা বিএনপি’র সভাপতি বাবু’র নেতৃত্ব গণসংযোগ-মিছিল

স্টাফ রিপোর্টার: খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবু’র নেতৃত্ব বিশাল মিছিল ও নির্বাচনীয় গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে। খুলনা তিন আসনের ধানের শিষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের পক্ষে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী খুলনা বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন সহ আশেপাশে এলাকায় উক্ত গণ সংযোগ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময়ে যুবদল নেতা আব্দুর রহমানের শ্লোগানে হাজারও মানুষ মিছিল ও গণ সংযোগে উপস্থিত হয়। এছাড়া মিছিলটি শেষে গোয়ালখালী ইউনিট বিএনপি’র কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এ্যাডভোটে মোহাম্মাদ আলী বাবু তিনি বলেন, বিগত দিনের ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে কখনও সুষ্ঠু নির্বাচন হয়নি। বিএনপিকে তারা ভয় পেত নানা কৌশলে বিএনপিকে তারা মামলা, হামলা দিয়ে নির্বচানের আগে কারাগারে পাঠাতো। এখন জুলুমের দিন শেষ সবার আগে বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন খুলনা তিন আসনের সবার প্রিয় মুখ আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ভাইকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করবেন।এ সময়ে উপস্থিত ছিলেন, গোয়ালখালী ইউনিট বিএনপির’নির্বচনীয় আহবায়ক মোঃ আমিন ঊদ্দিন, ইউনিট সভাপতি জিহাদ ফকির, সাধারন সম্পাদক মোঃ জাবের হোসেন, সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন (পিন্টু) শেখ জাহিদ , মোঃ খায়রুল, মোঃ ফোরকান মোল্লা, দাউদার রহমান, মিঠুউল ইসলাম সুমন, মোঃ সিয়াম, শেখ সোহানুর রহমানসহ অনেকে।



