খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সেই স্বাদ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে থানায় অভিযোগ করার পাশাপাশি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহেদী হাসান শাওন নিজ প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২১ জানুয়ারী বুধবার রাত পৌনে দশটার দিকে নগরীর টুটপাড়াস্থ দিলখোলা মোড়ের শাখাটির রান্নাঘরে ঢুকে অতর্কিত হামলা চালায় ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তদের হামলায় প্রতিষ্ঠানটির বাবুর্চি আনোয়ার ও ইসমাইল নামের একজন পথচারী সহ দুজন আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শাওন। এ সময় মেহেদী হাসান শাওন সাংবাদিক সম্মেলনে আরো জানিয়েছেন, একই এলাকার সলেমান শিকদারের ছেলে সালমান সিকদার সোবহান ও তাঁর বন্ধু ব্যবসায়ীক প্রতিহিংসা পরায়ন হয়ে ইতিপূর্বে বহুবার তাঁকে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ বিভিন্ন ভয়ভীতিমূলক হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনায় জীবনের নিরাপত্তায় হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শাওন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোঃ লিমন, বিক্রয় বিভাগের রায়হান, প্রতিষ্ঠানটির তিনটি শাখার ম্যানেজারদের মধ্যে সোনাডাঙ্গা শাখার সঞ্জয়, নিরালা শাখার মোঃ বাবু ও কবরখানা শাখার জুয়েল শিকদার সহ রান্নাঘরের দায়িত্বে থাকা শরিফ, প্রধান বাবুর্চি মোঃ আলমগীর, বাবুর্চি মোঃ আনোয়ার সহ আরো অনেকে।



