খুলনায় সিপিবির গণসংযোগ ও হাট সভা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলার মনোনীত এমপি প্রার্থী কিশোর কুমার রায়, এ্যাড. চিত্ত রঞ্জন গোলদার ও এ্যাড. প্রশান্ত মন্ডল রবিবার (২৫ জানুয়ারি) ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন হাটে হাটসভা পথসভা করে। খুলনা-১ আসনের প্রার্থী কিশোর কুমার রায় দিনভর ভান্ডারকোট ইউনিয়নে গণসংযোগ করে। বিকেলে জয়পুর বাজারে গণসংযোগ, মতবিনিময় ও হাটসভা করে। এই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কিশোর কুমার রায় ছাড়াও পার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য আব্দুল হালিম, জেলা কমিটির সদস্য সুখেন রায়, দাকোপ উপজেলার নেতা সমীরণ রায়, গোবিন্দ ম-ল, ফরহাদ হোসেন, আনছার আলী, ফাল্গুনী রায়। খুলনা-৫ আসনের প্রার্থী এ্যাড. চিত্ত রঞ্জন গোলদার ফুলতলা উপজেলা দামদর, ফুলতলা বাজার, সিকিরহাট, পটিয়াবান্দায় গণসংযোগ করে। এই সময় বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এ্যড. চিত্ত রঞ্জন গোলদার, উপজেলা সভাপতি গাজী আফজাল হোসেন, শেখ দিদারুল ইসলাম, মাসুম মুনসুর, জামাল হোসেন। খুলনা-৬ আসনের প্রার্থী এ্যাড. প্রশান্ত ম-ল কপিমুনি ইউনিয়নে গণসংযোগ বাজারে বিভিন্ন মোড়ে পথসভা করে। এ সময়ে এমপি প্রার্থী এ্যাড. প্রশান্ত ম-ল ছাড়াও বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, প্রিন্স প্রশান্ত, রাম প্রসাদ ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।



