গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক সংকট নিরসনে জামায়াতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ যোগ দিচ্ছেন : মাওলানা আবুল কালাম আজাদ

# কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ ১৬ নেতাকর্মীর যোগদান #
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার জেলার কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলীসহ ১৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ তাদেরকে সহযোগী সদস্য ফরম পুরণ করে যোগদান করান। এসময় জামায়াত নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারীরা হলেনÍ কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য হাসান সরদার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, মাওলানা সুজাউদ্দীন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জিএম মিজানুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ ডি এম জাহিদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন।
যোগদানকারী নেতা ও উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সে লক্ষ্যেই তিনিসহ ১৬ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন এবং ভবিষ্যতে দলকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। লতা ইউনিয়ন আমীর হারুন আর রশিদের সভাপতিত্বে সেক্রেটারি মো. ওমর ফারুকের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিন, দেলুটি ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, লতা ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দেলুটি ইউনিয়ন সেক্রেটারি সেলিম উদ্দীন, ছাত্রশিবির নেতা মো. ইয়াসিন আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ।



