এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ১০ ওয়ার্ডের বাংলার মোড়ে নির্বাচনী জনসভা ও মিছিল #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমীর খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত, ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘“হ্যাঁ”-এর পক্ষে ভোট দিলে ওসমান হাদী হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহীদদের সুবিচার নিশ্চিত করা যাবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে, তারা আধিপত্যবাদের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।’ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১০ নং ওয়ার্ডের বাংলার মোড়ে নির্বাচনী জনসভা ও মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি বিপ্লব হোসেন বাবুর পরিচালনায় বক্তৃতা দেন ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, বি এল কলেজের সাবেক ভিপি এডভোকেট জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, লিমন, রানা, রাকিব, সাকিব, জাহিদ, হাসান, নূরে আলম, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, জীবন, আসিফ, মহিউদ্দিন, চৌধুরী ইসলাম, সিয়াম হাসান, মামুন, রাজ্জাক, আয়েশা সিদ্দিকা প্রমুখ নেতৃবৃন্দ। এ ছাড়া তিনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, আমি আজ এখানে মহানগরী আমীর হিসেবে দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি রিকশা-ভ্যান-ঠেলা চালক, দোকান-কর্মচারী ও সাধারণ শ্রমিক-জনতার অধিকার প্রতিষ্ঠা করতে। যারা বৈষম্যের শিকার আমি তাদের হয়ে জনগণের সামনে দাঁড়িয়েছি। আমি চব্বিশের বিপ্লবীদের হয়ে দাঁড়িয়েছি। যেই বিপ্লবীদের জীবন আজ হুমকির মুখে। এক হাদিকে হত্যা করে ১৮ কোটি জনগণের হৃদয়ে হাদির জন্ম হয়েছে। কোটি কোটি মানুষ হাদি হতে প্রস্তুত। হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এদেশে আর কোনো আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আধিপত্যবাদ-ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ নতুন জামা পড়ে কেউ আসলে ৫ আগস্টের মতোই তাদরেও একই পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা ভোট ডাকাত। আমরা আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না। বিগত ৩টি নির্বাচন নয় এমনও মানুষ আছে যারা জীবনেও ভোট দিতে পারেনি। কারণ তাদের ভোট ডাকাতি করা হয়েছিল।
তিনি আরও বলেন, যারা নিজের দলের লোকদের বিরুদ্ধে, চাঁদাবাজি, পাথর মেরে হত্যা, গাড়িচাপা দিয়ে লোক হত্যা, এগুলো থেকে যারা নিজের কর্মীকে বিরত রাখতে পারবে আশা করি তারা আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে। আর যারা এগুলো করতে পারবে না তারা যতই স্বপ্ন দেখাবেন জাতি তাদের মতলব বুঝতে মোটেই কোনো অসুবিধা হবে না।



