স্থানীয় সংবাদ

আজ থেকে খুলনায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কম্বাইন্ড অপারেশন শুরু ঃ নগরীতে মহড়া

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন সংসদ ও গণ ভোট উপলক্ষে খুলনায় শুরু হয়েছে সেনাবাহিনী, নৌ বাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, পুলিশ সমন্বয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযান। সে উপলক্ষে রবিবার বিকেলে তারা কম্বাইন্ড অপারেশন পূর্বক নগরীতে মহড়া দেয়। এ সময় তাদের নেতৃত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরুল হাই মোহাম্মদ আনাছ সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটাররা যাতে নির্দিধায় ভোট ক্যাম্পে যেতে পারে। উৎসব মুখর পরিবেশে ভয়হীন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় সে জন্য তারা তৎপর থাকবেন। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, ক্ষমতার অপব্যবহারকারী, নির্বাচন আচরণ বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে কম্বাইন্ড অপারেশন অব্যাহত থাকবে। নির্বাচনী পরিবেশকে আরো আস্থাভাজন করার জন্য এ অভিযান। টিমের সাথে একজন ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটারদের আস্থায় আনা হবে। নির্বাচনকে সকলের নিকট গ্রহণযোগ্য করাই এ উদ্দেশ্য। প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বক্স ও মোবাইল নাম্বার দেয়া আছে তাতে যোগাযোগ করলে আইন শৃংখলা তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত থাকবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button