স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় আলতাফ হোসেন টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

# জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ #

দিঘলিয়া প্রতিনিধি ঃ উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ এ টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। একই সাথে আলহাজ্ব সারোয়ার খান কলেজও পরপর তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
মোঃ আলতাফ হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীম কাটিগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুস সোবাহান মোল্লা, মায়ের নাম জোহরা খাতুন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পিএইচডি করছেন।
মোঃ আলতাফ হোসেন ১৯৯৩ সালে ঐতিহ্যবাহী কলেজে প্রবাসী হিসেবে যোগদান করেন। তিনি পর্যায়ক্রমে অত্র কলেজে সহকারী অধ্যাপক, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
আলতাফ হোসেন একজন কবি ও কথা সাহিত্যিক। সাহিত্য অঙ্গনে তিনি আসিফ আলতাফ হিসেবে পরিচিত। ইতিমধ্যে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা ইংরেজি রুশ, অসামীয় ভাষাসহ বেশ কয়টি ভাষায় প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ বেতারের একজন সরকারি তালিকাভুক্ত গীতিকার নাট্যকার এবং নাট্য শিল্পী। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার মেয়ের নাম রওনক জাহান ইলেন। তার এ সাফল্যের জন্য তিনি কলেজ পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button