স্থানীয় সংবাদ

চারদিকে নির্বাচনী হাওয়ার আমেজ

# কোলিয়ার প্রার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ #

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল-১ (৯৩) সংসদীয় আসনের কালিয়া উপজেলার নড়াগাতীসহ বিভিন্ন এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী প্রচারণাকে ঘিরে কলাবাড়িয়া, বাঐশোনা, জয়নগর, খাশিয়াল, মাউলী ও পহরডাঙ্গা ইউনিয়নের গ্রাম ও বাজারগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। কেউ উন্নয়ন, কেউ কর্মসংস্থান সৃষ্টি, আবার কেউ অবহেলিত এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
সব প্রার্থীরই অঙ্গীকারÍনির্বাচিত হলে নড়াগাতীসহ কালিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করা হবে। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ে পুরো এলাকা রঙিন হয়ে উঠেছে নির্বাচনী আমেজে।
নড়াইল-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ পেয়েছেন হাতপাখা এবং জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা পেয়েছেন লাঙ্গল প্রতীক।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি. এম. নাগিব হোসেন পেয়েছেন কলস, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস. এম. সাজ্জাদ হোসেন পেয়েছেন ফুটবল এবং সুকেশ সাহা আনন্দ পেয়েছেন ঘোড়া প্রতীক।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অনেকেই আশা প্রকাশ করছেন, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে নড়াগাতীসহ কালিয়া উপজেলার সর্বত্র নির্বাচনী আমেজে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button