খুলনা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন-এর শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব উদযাপন

খবর বিজ্ঞপ্তি ঃ সোমবার খুলনা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন-এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিনে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ কামরুজ্জামান যুগ্ম সচিব, খুলনা ওয়াসা ডিইএ এর সভাপতি প্রকৌশলী রফিকুল আলম সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মজুমদারের সঞ্চালনায় খুলনা ওয়াসার ঘ অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক ঝুমুর বালা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহম্মেদ, সচিব মাহেরা নাজনীন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইদ্রোজিৎ সাহা, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ আরমান সিদ্দিকী, বাণিজ্যিক ব্যবস্থাপক এম এম খাদেমুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ আশেকুর রহমান, সহকারী প্রকৌশলী শেখ মারুফুল হক, সহকারী প্রোগ্রামার মোঃ সোহেল বিল্লাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা জেসমিন আক্তার, খুলনা ওয়াসা ডিইএ এর সহ-সভাপতি মোঃ আফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এস এম ফয়সাল হাসান, অর্থ সম্পাদক জনাব নুর মোহাম্মদ শাহ আলম, দপ্তর সম্পাদক জনাব আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক তন্ময় পারভেজ, প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক জনাব বিক্রম দাস, নির্বাহী সদস্য জনাব রুবেল হাওলাদার, চিন্ময় কুমার বৈদ্য, জনাব ডালিম মোল্লা, আবু সালেহ মুহাম্মাদ সুলতান, শিবলি নোমান, তাপস কুমার রায়, প্রমুখ নেতৃবৃন্দ। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান বলেন, প্রকৌশলীদেরকে খুলনা ওয়াসাতে স্ব স্ব দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে অসহায় ছিন্নমূল শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয় এবং খুলনা ওয়াসা ডিইএ এর পক্ষ থেকে পিঠা উৎসব উদযাপন করা হয়।



