স্থানীয় সংবাদ

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

# পাইকগাছায় শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময়কালে আবুল কালাম আজাদ #

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা- ৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন শ্রমজীবী মানুষেরাই হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এদের উপেক্ষা কিংবা অবহেলা করে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ ও কর্মসংস্থানের অভাবে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার হাজার হাজার শ্রমজীবী মানুষ প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে কাজের জন্য যান। সেখানে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে। নির্বাচিত হলে এলাকার শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা হবে। এলাকায় কাজ করে তারা যাতে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারে এজন্য এলাকায় তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি সোমবার সকালে পাইকগাছা উপজেলার বোয়ালিয়ার হিতামপুর ইটভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় কালে এ-সব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। এসময় জামায়াতে ইসলামী সহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button