খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা আজ

# মহানগরী ও জেলায় সাধারণ মানুষের মাঝে সর্বত্রই সাজ সাজ রব #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি)। দুপুর ২টায় এ জনসভা শুরু হবে। এ জনসভা সফলের লক্ষ্যে অর্ধশতাধিক মাইক দিয়ে করা হয়েছে প্রচার-প্রচারনা। বিতরণ করা হয়েছে দুই লক্ষাধিক লিফলেট। আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে থানা, উপজেলা, ওয়ার্ড ও গ্রামে গ্রামে করা হয়েছে প্রচার মিছিল। টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন । সবমিলিয়ে এ জনসভাকে কেন্দ্র করে মহানগরী ও জেলায় সাধারণ মানুষের মাঝে সর্বত্রই সাজ সাজ রব পড়ে গেছে। ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। প্রায় দুই দশক পর খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক নির্বাচনী জনসভা থেকে আমীরে জামায়াত খুলনাবাসীর সকল দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।
আমীরে জামায়াতের সফরসূচী অনুযায়ী জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর পৌছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন। পরে তিনি হেলিকপ্টারযোগে সাতক্ষীরায় যাওয়ার পথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভায় এবং দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষন দিবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারযোগে দুপুর ২টায় খুলনায় পৌছাবেন। বেলা সাড়ে ৩টার দিকে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন। পরে তিনি বাগেরহাটে যাবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার নির্বাচনী জনসভায় ভাষন দেবেন।
জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমীর খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত, ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নির্বাচনী জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমান। এতে বক্তৃতা করবেন খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ির প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-২ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খুলনা জেলা হিন্দু মহাজোটের সভাপতি বাবু কৃষ্ণ নন্দী, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা উত্তরের সভাপতি ইউসুফ ফকির, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী। এ ছাড়া ১০ দলের কেন্দ্রীয়, মহানগরী ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমীর খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত, ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নির্বাচনী জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, জনসভা বাস্তবায়নে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মঞ্চ, অফিস, শৃঙ্খলা, ডেকোরেশন, পরিবহন, স্বাস্থ্য, পানি, আপ্যায়ন, আবাসন, মেহমান, প্রচার ও মিডিয়াসহ ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। খুলনার ঐহিতাসিক সার্কিট হাউস ময়দানে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মিডিয়ার জন্য তৈরী করা হয়েছে ২৪ ফুট বাই ১২ ফুট একটি মঞ্চ। মাঠে পর্দা সহকারে নারীদের বসার সুব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য খাবার পানি ও ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা থাকছে। আগতদের জন্য পানি ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। জনসভা উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি মহানগরী ও জেলায় মাইকিং, মিছিল এবং ব্যাপক প্রচার-প্রচারনা চালানো হয়েছে। ইতোমধ্যে দুই লক্ষাধিক হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। আমীরে জামায়াতকে খুলনায় স্বাগত জানিয়ে প্রতিদিন সন্ধ্যায় করা হয়েছে প্রচার মিছিল। সার্বিক নিরাপত্তার জন্য সহস্রাধিক স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। খুলনা জেলা প্রশাসন ও কেএমপির কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। মাঠকে সাজানো হয়েছে ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুনে। সার্কিট হাউস ময়দানকে মঞ্চ ধরে খান-এ সবুর রোড, হাজী মহসিন রোড, খুলনা জেলা স্টেডিয়ামের সামনের সড়কসহ গোটা শহরে দেড় শতাধিক মাইক টাঙানো হয়েছে। সার্কিট হাউস ময়দানে ঢুকতে না পারলেও নগরবাসী যেন জনসভার বক্তব্য শুনতে পারেন। তিনি এই জনসভার সফলের জন্য নগরবাসী, আইনশৃঙ্খলাবাহিনী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে। সবমিলিয়ে জনসভা রূপ নেবে স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক জনসভায়।



