স্থানীয় সংবাদ

বাগেরহাটে স্ত্রী-সন্তান হারানো কারবন্দি সেই ছাত্রলীগ নেতা সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে স্ত্রী-সন্তান হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারাবন্ধি বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার বেঞ্চ এই আদেশ দেন। স্ত্রী-সন্তানের মৃত্যু ৩দিন পর সোমবার জামিন পেলেন সাদ্দাম। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করা আইনজীবী সাঈদ আহমেদ রাজা সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের মৃত একরাম হাওলাদার ও দেলোয়ারা বেগম দম্পতির ছেলে জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন সাদ্দাম। কারাগারে থাকা অবস্থায় স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্নালী (২২) ৯ মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এই ৯ মাসের মধ্যে সাদ্দাম তার ছেলে নাজিফকে একবারের জন্যও কোলে নিয়ে আদরও করতে পারেনি। সাদ্দাম একটা মামলায় জামিন পেলে, তাকে আবার অন্য একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হত। যেটা করত পুলিশ। সর্বশেষ চিতলমারীর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা সাদ্দামকে। এই অবস্থায় সাদ্দামের স্ত্রী স্বর্ণালী গত শুক্রবার দুপুরে চরম হতাশ হয়ে বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামে এক মাত্র শিশু সন্তানকে হত্যার পর নাকি সে স্বামীর ঘরেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। পরের দিন শনিরার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে মা ও ছেলের মরদেহ সাবেক ডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। সাদদ্দামের প্যারোলর বিষয়টি ঝুলে থাকায় বিকেল সোয়া চারটার দিকে লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় তাদের মরদেহ। সেখানে স্ত্রী-সন্তানের লাশ শেষবারের মতো দেখেন সাদ্দাম। ওই দিন সাবেক ডাঙ্গা গ্রামের ঈদগাহ মাঠে রাত সাড়ে ১১টার দিকে মা-ছেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্বর্নালীর বাবার বাড়ির কবর স্থানে তার ও তার ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন হয়। স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও প্যারোলে মুক্তি না দেওয়ায় দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এই অবস্থার স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩দিন পর সোমবার সাদ্দামকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button