বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফোন করে হুমকি

বাগেরহাট প্রতিনিধি ঃ যশোরে কারাবন্দি বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। একাধিক বিদেশি নম্বর থেকে রববার তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করার পর হুমকি দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল করে হুমকি দেওয়ার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র নিশ্চিত করেছে। অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপর প্রান্ত থেকে গালাগাল করা হলেও পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেওয়া হয়নি। হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে রবিবার সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দিয়ে ফোন কল পেয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, ‘এটা অনভিপ্রেত। আমি এটা নিয়ে মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে ছিল। যেই হন, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। বিষয়টি নিয়ে বাগেরহাটের পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে হুমকিসহ ফোন কলের বিষয়গুলোতে থানায় কোনো মামলা বা জিডি করার তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গতঃ কারাবন্দি ছাত্রলীগ নেতা মৃত স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করে কতৃপক্ষের সহযোগিতা না পাওয়ার ঘটনা সারাদেশেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



