স্থানীয় সংবাদ

দুর্নীতি , চাঁদাবাজ ও ধোকাবাজদের রুখতে হাতপাখায় ভোট দিন -অধ্যক্ষ আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার ৩ নং ওয়ার্ডের কুলিবাগান, মধ্যডাঙ্গা , কালীবাড়ি বাজার , নয়ার্ডেরপাড়া, পালপাড়া , রেলিগেট গণসংযোগ , পথসভা ও প্রচার মিছিল করেন। মঙ্গলবার (২৭জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় আব্দুল আউয়ার্ডেরল দুর্নীতি , চাঁদাবাজ , ধোঁকাবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার্ডেরর আহবান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়ার্ডেরহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির , দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার্ডেরর হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়কারী মোঃ শাহরিয়ার্ডেরর তাজ , মোঃ আমজাদ হোসেন বন্দ, ওয়ার্ডেরর্ড সভাপতি মুফতি জাহিদুল ইসলাম , সেক্রেটারি আলহাজ্ব লুৎফর রহমান , মোঃ নাদের আলী মুন্সী, মোঃ মিলন হাওলাদার , মোঃ আকবর আলী,যুব নেতা মহাসিন হাওলাদার, মোঃ ইউসুফ ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ বায়জিদ উসমানী, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button