হাতপাখারবিজয় হলে দেশে মদীনার শাসন কায়েম হবে ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন তথা হাতপাখা বিজয় হলে দেশে মদীনার শাসন কায়েম হবে বর্তমান একটি দল ইসলামের কথা বলে শুধু নিছক ক্ষমতার লোভে ইসলামের আদর্শ জ্বালঞ্জলি দিয়ে আমেরিকা ও ভারতকে খুশী করার জন্যশরয়ী বিধান বাস্তবায়ন না করার ঘোষণা দিয়েছে। আমরা দেশের মানুষকে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি।মঙ্গলবার (২৭ জানুয়ারী) দিন ব্যাপী বিভিন্ন আসনে প্রচারণাকালে হাত পাখার প্রার্থীরা এসব কথা বলেন ।
খুলনা ১ আসনঃ খুলনা ১ (দাকোপ বটিয়াঘাটা) আসনে হাতপাখার প্রার্থী মাওঃ আবু সাঈদ বলেন খুলনা ১ আসনে এবার হাতপাখারই বিজয় হবে, ইনশাআল্লাহ ।
তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারী) দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন ও পানখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া হোগলা বুনিয়া বাজার এবং বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের বোনরাবাদ গাওঘরা সুরখালি বাজারে গণসংযোগ কালে এসব কথা বলেন । গণসংযোগ আরো প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এইচ এম জাহিদুল ইসলাম সেক্রেটারি রহমত আলীআলহাজ্ব শফিকুল ইসলাম মোঃ কারীমুল ইসলাম, ইসমাইল হোসেন হাফেজ ওসমান করিম,আব্দুর রহমান মোল্লা আব্দুল কাদের মামুর রশিদ সানা মাওলানা আব্দুর রাজ্জাক ,হাফেজ ওসমান করিম, শাকিল আহম্মদ রাসেল আবু হোসেন আলহাজ্ব আবু দাউদ ।।
খুলনা ৪ আসনঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও খুলনা ৪ (রুপসা তেরখাদা দিঘলিয়া আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী রুপসী রুপসার কৃতি সন্তানহাফেজ মাওলনা ইউনুচ আহমদ বলেন আমরা দেশের মানুষকে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি ।
তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকাল ৪ টায়রুপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের,আলাইপুর বাজার, ডোবা বাজার,শিয়ালী বাজার,বামনডাঙ্গা বাজার,গোয়াল বারিড় চর,নরনিয়া,আনন্দনগর,পুটিমারী গণসংযোগকালে এসব কথা বলেন
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ-এর খুলনা-০৪ (রূপসা, দিঘলিয়া ও তেরখাদা) আসনে হাতপাখার প্রচারণা থেকে আমাদের আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সভাপতি মুনতাসির আহমদ, সহ-সভাপতি হোসাইন ইবনে সারোয়ার শেখ মোহাম্মদ ইউসুফ আলী, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওলানা হারুন-অর-রশিদ, মাস্টার জাফর সাদিক, নুরুল হুদা সাজু, মুফতি সোহেল, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, আখতারুজ্জামান আক্তার, ফরহাদ মোল্লা, মাও শফিকুল ইসলাম, মুফতি নাজমুস সাকিব, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ সেলিম সরদার, মুফতি মিজানুর রহমান, আলহাজ্ব গোলাম কিবরিয়া, আব্দুল হাফিজ শেখ, শরিফুল ইসলাম, হেলাল শিকারি, হেলাল উদ্দিন, আলহাজ্ব ইকরামুল হক, শহিদুল ইসলাম মুন্সী, আকরাম আলী, জাহিদুল মোড়ল, মোঃ রাতুল ,প্রমুখ।
খুলনা ৬ আসনঃ খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে ইসলামী আন্দেলন বাংলাদেশের মনোনীত হাতপাখা এর প্রার্থীর হাফেজ আল গালিব বলেন শরীয়তের আইন বাস্তবায়নের জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন ইসলামের আইন বাস্তবায়ন হলে দেশে মুসলিম, হিন্দু বৌদ্ধ,খৃষ্টান সবাই নিরাপদে বসবাস করার সুযোগ পাবেন তিনি মঙ্গলবার ( ২৭ জানুয়ারী) বিকাল চারটায়, কয়রা উপজেলার বিভিন্ন স্থান, আমাদি বাজার,নকশা গ্রাম, এক গণসংযোগ কালে এসব কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা সভাপতি মুফতি শাহিনুর রহমান ,মোঃ আলতাব হোসেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রী সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ এম এ হাসিব গোলদার মোহাম্মদ নুরুল ইসলাম,মোঃ মাসুম বিল্লাহ, মোঃ ইকরামুল হক, মোহাম্মদ আবু নাঈম, মোঃ রিফাত, নেতৃবৃন্দ। গণসংযোগকালে বক্তারা হাতপাখা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন এবং ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।



