স্থানীয় সংবাদ
খুলনায় ওব্যাট আইটি সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ ওব্যাট ইন্সটিটিউট অব টেকনোলজি, খুলনার উদ্যোগে ওব্যাট আইটি সেন্টারে কম্পিউটার ও দর্জি প্রশিক্ষণ প্র াপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটি ট্রেইনার তানভীর আলম স্বপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর জাহান স্নিগ্ধা, সহকারী সমাজসেবা অফিসার, সমাজসেবা অধিদফতর ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খুলনা। ওব্যাট হেল্পার্স খুলনা শাখার প্রকল্প কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স খুলনা শাখার মনিটরিং অফিসার শারজিল জিলানী এবং ওব্যাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্র ধান শিক্ষিকা নাওশিন জেবা।
অনুষ্ঠানে অতিথিরা প্র শিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন।



