স্থানীয় সংবাদ

‘দেহ ও মনকে সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলার বিকল্প নাই’

# দৌলতপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনীতে প্রফেসর ড. মো.কামরুজ্জামান #

স্টাফ রিপোর্টার ঃ সুস্থ দেহ, প্রফুল্ল মন এবং সুশৃঙ্খল জীবন গঠনে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। খেলাধূলা একদিকে যেমন শারিরীক সক্ষমতা বৃদ্ধি ও মেধাবিকাশে সহায়তা করে, অন্যদিকে আত্মবিশ^াস, নেতৃত্বের গুনাবলী সৃষ্টিসহ ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। সুতারং,‘দেহ ও মনকে সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলার বিকল্প নাই’- বুধবার (২৮ জানুয়ারী) বিকালে খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর মুহ্সীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরনী ও পিঠা উৎসবের প্রধান অতিথির বক্তৃতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো কামরুজ্জামান এসব কথা বলেছেন। শিক্ষার্থীদের পিঠা উৎসবের সার্বিক বিষয়ে তিনি তার বক্তৃতায় আরো বলেন, প্রত্যেক দেশেরই একটা নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি আছে। ‘পিঠা উৎসব বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। সুদীর্ঘ কাল হতে পিঠা-পুলি বাঙালির লোক ইতিহাস ও ঐতিহ্যে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে, যার ছোঁয়া আমি এই বিদ্যালয়টিতে এসে পেয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপত্বিতে, সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও কার্তিক মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস, এম ছায়েদুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. রুমানাই ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসাদ আতিক কিশোর। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, হাজী শরিয়াতুল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. জাহিদুজ্জামান, শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পিডাব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীসহ অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক পাপিয়া খানম, তাওহিদুর রহমান, হাসানুজ্জামান, লুৎফন্নেসা, শ্যামল ম-ল, সুমিতা ম-ল, কর্মকর্তা-কর্মচারী মো. জাকির হোসেন, হাবিবুর রহমান, মর্জিলা বেগম, জসিম উদ্দিন, ভৈরব ম-ল, অসীম, লিটনসহ অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ। সর্বশেষে শিক্ষার্থীদের সমান্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button