নির্বাচনী জনসভা সফল করায় খুলনা মহানগরী ও জেলা জামায়াতের কৃতজ্ঞতা

# সাময়িক দুর্ভোগের জন্য পথচারী ও নগরবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ #
স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভা সফল করায় খুলনাবাসীকে কৃতজ্ঞতা ও আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী ও জেলা নেতৃবৃন্দ। একইসাথে সমাবেশকে কেন্দ্র করে সাময়িক দুর্ভোগের সম্মুখীন হওয়ায় পথচারী ও নগরবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেন তারা। বুধবার (২৮ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
যৌথ বিবৃতি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী জনসভা সর্বাত্মকভাবে সফল করায় খুলনা জেলা ও মহানগরবাসীকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সার্কিট হাউস ময়দান ও ট্রাফিক ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, খুলনা সিটি করপোরেশন, ওজোপাডিকোসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এজেন্সির প্রতি ধন্যবাদ। একই সাথে জনসভা ঘিরে নগরীতে যানজটসহ জনসাধারণের চলাচলে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সকলের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করাসহ জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীদের প্রতি সমর্থন এবং বিজয়ী করার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানান তারা।



