বাগেরহাটে উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৬ জন নেতাকে দল থেকে বহিস্কার

বাগেরহাট প্রতিনিধি ঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ড জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতিসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের ৬ জন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, বিএনপির বাগেরহাট জেলা পর্যায়ের নেতা অ্যাডঃ আসাদুজ্জামান আসাদ, মেহেবুবুল হক কিমোর, মাহাবুবুর রহমান টুটুল, রনি মিনা ও জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সোহেল হোসেন। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এদের বহিষ্কারের ঘোষণা করা হয়।ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিস্কার করা হয়েছে। বহিস্কার বিষয়ে বিএনপি সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘সব সময় আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। দল যে সিদ্ধান্ত নেবে তা আমি মেনে নিব। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম সাংবাদিকদের বলেন, আমরা বহিস্কারের কোন চিঠি পাইনি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজে দেওয়া দলীয় এক প্রেস বিজ্ঞপ্তি থেকে সোমবার এ তথ্য জানতে পেরেছি।



