স্থানীয় সংবাদ

অবহেলিত দাকোপ-বটিয়াঘাটা বাসীর উন্নয়নে কাজ করতে চাই-হাতপাখার প্রার্থী মাওঃ আবু সাঈদ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা ১ দাকোপ বটিয়াঘাটা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ বলেন অবহেলিত দাকোপ বটিয়াঘাটা বাসীর উন্নায়নে কাজ করতে চাই । এই এলাকার জনগন আমাকে নির্বাচিত করলে টেকসই বেড়িবাধ ,যোগাযোগ ব্যাবস্তার উন্নায়ন এবং শিক্ষা ও চিকিৎসার মান উন্নায়নে কাজ করব ।তিনি বৃহঃবার (২৯ জানুয়ারী ) সকাল থেকে ব দাকোপ উপজেলার পানখলী ইউনিয়নের খাটাইল, মৌখালী,হোগলাবুনিয়া ,খোনা,আনন্দনগর এলাকায় গণসংয়োগকোলে এ সব কথা বলেন। গণসংযোগেউপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম,বটিয়াঘাটা উপজেলা পুর্ব শাখা সভাপতি এইচ,এম জাহিদুল ইসলাম,বটিয়াঘাটা পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারীমুল ইসলাম, দাকেপ সেক্রেটারী শাকীল আহমদ রাসেল , বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী ইসমাইল হোসেন, বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী রহমত আলী হাফেজ ওসমান করিম, মামুনুর রশীদ, আঃ কাদের সানা, আঃ রহমান মোল্লা, মাওলানা আঃ রাজ্জাক, আলহাজ্ব আবু দাউদ, আলহাজ্ব জাহিদুল ইসলাম,আবু হোসেন, মাওলানা বায়েজিদ আলম মোঃ জামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button