ধর্মের নামে ধোকা দিয়ে ভোট চাওয়ার দিন শেষ : রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ নির্বাচন মানেই একে অপরের ব্যক্তিগত দোষ ত্রুটি খোঁজা নয়, বরং এটি হওয়া উচিত দেশ ও জনপদ গড়ার একটি সুস্থ প্রতিযোগিতা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাদা ছোড়াছুড়ি ও পরনিন্দা পরিহার করে গঠনমূলক রাজনীতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে গীবত গেয়ে অমূল্য সময় নষ্ট করার পাশাপাশি আমরা নিজেদের আমলনামায় গুনাহ যোগ করছি। পরনিন্দা কেবল রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে না, বরং এটি আমাদের ঈমানি শক্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই অহেতুক অন্যের সমালোচনা করে সময় ব্যয় করার কোনো প্রয়োজনীয়তা নেই।সম্প্রতি এক নির্বাচনী পথসভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর ৩নং ওয়ার্ডের ৪টি সেক্টারের এলাকাবাসী আয়ো জিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয় ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ের সাধারণ মানুষ অনেক বেশি সচেতন। তারা প্রার্থীর কাছ থেকে কাজের হিসাব এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা শুনতে আগ্রহী। কাদা ছোড়াছুড়ির রাজনীতি সাধারণ মানুষের কাছে এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই জনগণের মন জয় করতে হলে তাদের কল্যাণে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। উপস্থিত নেতা-কর্মী ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে হবে। ব্যক্তিগত আক্রমণ ছেড়ে দেশের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে পেশ করুন। সুস্থ ও সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চর্চার মাধ্যমেই কেবল একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ গঠন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
দোয়া মাহফিল ও নাগরিক সভায় , শিক্ষানুরাগী ও সমাজ সেবক অধ্যাপক নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সেলিম রেজা, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, সমাজ সেবক মো: মতিয়ার রহমান, আলহাজ্ব মো: আলতাব হোসেন, শেখ পাউস হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাড. আতাউর রহমান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম জামান লিপু, গোলাম কিবরিয়া, মনিরুজ্জামান পলাশ শরীফ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ, মোঃ সুলতান হোসেন প্রমুখ। দৌলতপুর থানার ৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিল ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।



