ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

# ২১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্র তীকের প্র ার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, নির্বাচনি শৃঙ্খলার স্বার্থে সহাবস্থান নিশ্চিত করতে হবে। হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে। তিনি বলেন, গত ১৭ বছরে জনগণ প্র কৃত অর্থে ভোটাধিকার প্র য়োগের সুযোগ পায়নি। এবার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, যেখানে জনগণের সঠিক সিদ্ধান্তই নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করতে পারে। একটি গোষ্ঠী সন্ত্রাস করার জন্য ভোটকেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের এই এমপি প্র ার্থী। তিনি বলেছেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-২ আসনের ২১ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে প্র ধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রি ন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খুলনা জিলা স্কুলের সবেক প্র ধান শিক্ষক আমানত স্যার, লবণচরা থানা সেক্রেটারি মাহমুদুল হাসান জিকো, ২১ নং ওয়ার্ডের আমীর মাওলানা আল মামুন, আবুল কাশেম, ইসরাফিল, মোস্তাফিজ, তালহা, ব্যাংকার মো. আরিফুল হক মোল্লা, ফজলে রাব্বি, তারেক, মহসিন, নবিন, রনি, জুবায়ের, হুমায়ন, এম কাদের, হিরু, টুটুল, সালাউদ্দীন, হাফেজ লুৎফর রহমান, শিপন, পারভেজ, মো. আবুল বাসার, রেদওয়ান, সাদ্দাম প্র মুখ। এ ছাড়া তাঁর সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দাঁড়িপাল্লা ও গণভোট ‘হ্যাঁ’ ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজি রুখতে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। তিনি বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল, যারা এ দেশের মানুষকে নিয়ে চিন্তা করে; এই সমাজকে সুন্দর করে গঠন করতে চায়। সমাজকে সুন্দর করতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই প্র ার্থী বলেন, ‘এবার ব্যালটের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশা আল্লাহ।’



