স্থানীয় সংবাদ

বাগেরহাটে যৌথবাহিনীর পৃথক অভিযান মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৭

বাগেরহাট প্রতিনিধি ঃ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী বাগেরহাট জেলা শহর, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৭ জন কুখ্যাত মাদক বিক্রেতাকে আটক করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পৃথক এ অভিযানে আটককৃতদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ টাকা, বিপুল পরিমান ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও দেশীয় অস্ত্রসহ আটকৃতদের স্ব-স্ব থানায় সোপর্দ করা হয় এবং থানাপুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করে। বাগেরহাট পুলিশ অফিস জানায়, বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা শহরের নাগেরবাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক বিক্রেতা শামীম বিশ^াস (৩৮) স্ত্রী আদুরী বেগম ও শ^াশুড়ী মমতাজ বেগম গ্রেফতার হয়েছে। আটককৃতদের হেফাজত থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাজা, মাদক বিক্রীর নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৮টি সিসি ক্যামেরা, ৭টি দেশীয় অস্ত্র, ১টি ধারালো খুর, ৫টি মোবাইল ফোন, ২০ টি লাইটার, ৩টি আইডি কার্ড, ১টি র্হাডডিক্্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধারসহ জব্দ করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাটে কর্তব্যরত সেনাবাহিনীর মেজর আশরাফ ও লেঃ জারিফের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার শামীমের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলেও থানা পুলিশ জানায়। এ ছাড়া ফকিরহাট উপজেলার সেনা ক্যাম্পের অভিযানে বৃহস্পতিবার রাতে ১ হাজার পিচ ইয়াবাসহ ৪ জন আটক হয়। আটককৃতরা হলো, কুখ্যাত মাদক বিক্রেতা সরদার আরিফুজ্জামান আরিফ (৪৫), সাইফুল ইসলাম হিরক (৩৫) মোঃ ইমরান মোল্লা ও ফরহাদ হোসেন (৩২)। এদের কাছ থেকে ইয়াবাসহ নগদ টাকা মোবাইল ফোন ও ইয়াবা সেবনের মালামাল জব্দ করা হয়। একইভাবে মোল্লাহাট উপজেলার সেনা ক্যাম্পের নেতৃত্বে বুধবার রাতে উপজেলার উদয়পুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে তানিয়া আক্তার (৩৭) ও মহিবুল্লাহ (৩০) নামে দুইজন মাদক বিক্রেতাকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এরা ওই গ্রামের বাসিন্দা। এদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮টি ছুরি, ২টি রামদা, ১টি চাপাতি, ৫টি অন্যান্য ছোট দেশীয় অস্ত্র এবং নগদ ৮ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় মোল্লাহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button