স্থানীয় সংবাদ

বারবার যারা ক্ষমতায় এসে সন্ত্রাস- চাঁদাবাজ আর সন্ত্রাসের অভয়ারণ্য গড়েছে, ঐক্যবদ্ধ জনগণ এবার আর তাদের দেখতে চায় না : মাওলানা সাখাওয়াত হোসাইন

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের ১১দলীয় নির্বাচনী জোটের “দেওয়াল ঘড়ির” ঐক্যবদ্ধ প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন রূপসা উপজেলায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ কালীন নৈহাটি বাগমারা বালুর মাঠ, বেলফুলিয়া মাঠ ও মেহেরুন্নেসায় কর্মী সমাবেশ, কালীবাড়ি বাজার গণসংযোগ, ঘাটভোগ ইউনিয়নে পথসভা, টিএসসি বাহিরদিয়ায় গণসংযোগ, রহিম নগর কর্মী সমাবেশ শেষে প্রচার মিছিল, ও সর্বশেষ পালেরহাট মাঠে সমাবেশ ও দেওয়াল ঘড়ির প্রচারনায় পালেরহাট বাজারে প্রচার গণমিছিল ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি জনার হারুনর রশীদ, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীম, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, রুপসা উপজেলার তিন বার এর সফল ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ জোবায়ের, খেলাফত মজলিস খুলনা মহানগর সেক্রেটারি এ্যাড: শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রুপসা উপজেলা জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, এনসিপির ফাহাদ গাজী,শামিম হাওলাদার, সোহান শেখ, ইস্রাফিল, প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button