স্থানীয় সংবাদ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা : বকুল

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, ধানের শীষের গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের সাধারণ মানুষ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখেছে এবং তারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর খানজাহান আলী থানার কুয়েট মোড়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্যে বকুল অভিযোগ করেন, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় গোপনে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভুল তথ্য দিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার পাঁয়তারা চলছে। এ সময় তিনি সাধারণ মানুষকে কোনো প্রকার প্রলোভন বা মিথ্যা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে খুলনাকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ দল বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ও মিথ্যা রটনা ছড়িয়ে ভোট প্রার্থনা করছে। এর আগে রকিবুল ইসলাম বকুল পাবলা মোল্লার মোড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও গণসংযোগ করেন। এছাড়া তিনি ক্রিসেন্ট জুট মিল অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন এবং সন্ধ্যায় ২ নম্বর ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ চালান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button