নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের প্র থম ভোটটি সৎ, যোগ্য ও দেশপ্রে মিককে বিজয়ী করতে হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

# ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্র তীকের সংসদ সদস্য প্র ার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। তাদের প্র থম ভোটটি সৎ, যোগ্য ও দেশপ্রে মিক নেতৃত্বের হাতকে শক্তিশালী করতেই ব্যবহার করতে হবে। দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের সমর্থন আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। তিনি বলেন, আগামীতে যদি আপনাদের সহযোগিতার ও দোয়ায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে জনগণের খাদেম হতে চাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্র তিষ্ঠায় দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা বিজয় অর্জন করতে হবে। তিনি বলেন, ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে ফ্যাসিবাদী কায়দায় শাসন চলবে না, চাঁদাবাজি হবে না। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। তিনি বলেন, ‘চব্বিশের বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর আগামী ১২ ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে।’ শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী সোনাডাঙ্গা থানাধীন ১৭ নং ওয়ার্ডের পুজাখোলা, শ্মশানঘাট, শান্তি নগর, কলাবাগান, মেডিকেল কলেজ হাসপাতাল রোড, হাসানবাগ, হাফিজনগরসহ বিভিন্ন স্থানে গনসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সঙ্গে মহানগরীর কর্মপরিষদ সদস্য দাওয়া ও প্র কাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট আওছাফুর রহমান, খুলনা বি এল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ১৭ নং ওয়ার্ডের আমীর রবিউল ইসলাম, ১৬ নং ওয়ার্ডের আমীর ডা. মশিউর রহমান, ১৭নং ওয়ার্ডের সেক্রেটারি জাহাঙ্গীর হুসাইন, এডভোকেট এস এম মাসুদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোনাডাঙ্গা থানা সভাপতি আব্দুল ওয়াহিদ, মিজানুর রহমান, রেজানুল্লাহ,শহিদুল ইসলাম, অধ্যাপক আবুল কাশেম, হাসান ইমাম, নোমান, মিলন, মিরাজ, হিরু, মহসিন মুন্না, রবিন, নবিন, ইরফান, ফজলে রাব্বি, শহিদ, মির আনিসসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল আরও বলেন, বাংলার জমিনে ইসলামী মূল্যবোধ প্র তিষ্ঠার মাধ্যমে ন্যায়, সততা ও সমৃদ্ধির পতাকা উচ্চু করে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মা-বোনসহ হিন্দু-মুসলিম সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে ন্যায় ও ইনসাফের প্র তীক দাঁড়িপাল্লায় সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্র তিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণ যদি দাড়িপাল্লা প্র তীকে ভোট দেয়, তাহলে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করা হবে।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহ্বান জানান।



