স্থানীয় সংবাদ

কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নড়াগাতী (কালিয়া) নড়াইল ঃ ড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আয়মান (৬ ইবি)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বসতবাড়িতে চালানো হয়। অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি ছুরি, একটি স্টিলের তরবারি, একটি কোঁচ, বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ইউনিফর্ম সেট, একটি হ্যান্ডকাফ এবং নগদ ৪ হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÍদেবদুন গ্রামের মো. ইব্রাহিম কাজী (৩২), পিতা ইলিয়াস কাজী; ফরহাদ শেখ (২৫), পিতা শেখ সৈয়দ আলী; ইসরাফিল মুন্সি (১৬), পিতা ইব্রাহিম মুন্সি; জাহিদুল ইসলাম (২২), পিতা (মৃত) সারোয়ার এবং আব্দুল কাদের (২১), পিতা (মৃত) তাহাদ্দুদ। তারা সবাই নড়াগাতী থানাধীন জয়ানগর ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান সম্পর্কে ক্যাপ্টেন আয়মান বলেন, “মাদক ও অস্ত্র কারবার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই কঠোর অবস্থান। এদিকে অভিযানে স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ ছিল। যৌথ বাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button