অসম্প্রদায়িক ডুমুরিয়া গড়তে ধানের শীষে ভোট দিন : আলি আসগার লবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেন- মহান মুক্তিযুদ্ধে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষক ছিলেন। তিনি সরাসরি পাক-বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। আমরা সেই নেতার আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী। আমাদের তারুণ্যে প্রতীক, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার করিগর জনাব তারেক রহমানেরও সেই একই ইচ্ছা। তাই আসুন আমরা হিন্দু, মুসলিম সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আসন্ন নির্চাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের বিকল্প নেই। আগামীর দেশ হবে হিন্দু মুসলিম সকলের। এখানে কোন ভেদাভেদ থাকবে না। নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার শোভনা ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রধান অতিথির বক্তৃতায় কালে তিনি এ কথা বলেন। কর্মসুচীর অংশ হিসেবে তিনি দুপুরে শোভনা পূর্বপাড়া জামে মসজিমে জুম্মা নামাজ আদায় শেষে মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর ইউপি সদস্য শেখ আব্দুর রশিদের বাসভবনে দুপুরের খাবার খান এবং বিকেলে ইউনিয়নের কদমতলা খেয়াঘাট চত্ত্বরে একটি পথসভায় বক্তব্য রাখেন। তারপর শোভনা কাউন্সিল মোড়, শোভনা হাইস্কুল মাঠে, শোভনা গোডাউন, শোভনা পশ্চিমপাড়া এলাকায় খন্ড খন্ড ভাবে অয়োজিত পথসভা ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এরপর সন্ধ্যায় শোভনা গাবতলা প্রাথমিক স্কুল মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন। নির্বাচনী এ প্রচার কর্মসুচীতে তার সফর সঙ্গী ও বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ আতিয়ার রহমান, জি এম মিজানুর রহমান লিটন, আহম্মদ আলী ফকির, মিলন কান্তি মল্লিক, শেখ আব্দুল গফফার, শেখ ফরিদুল ইসলাম, এফ এম রফিকুল ইসলাম, আনছার আলী মোল্ল্যা, আব্দুল লতিফ সরদার, শেখ কবির হোসেন, হাদীউল মোল্ল্যা, হাফিজ বাগাতি, সরদার আনোয়ার হোসেন, শেখ নজরুল ইসলাম, হজরত আলী দফাদার, শেখ হাবিবুর রহমান, হারুন বাগাতি, শেখ আজিজুর রহমান, গাজী মফিজুর রহমান, জাফর মোল্লা, হাফিজুর খান, খান রবিউল ইসলাম, তরিকুল ইসলাম লাবু, জুয়েল শেখ, মইন বাগাতি প্রমুখ।


