জাতীয় সংবাদ

দুই দিনে জাসদের ২৫৩ মনোনয়ন ফরম বিক্রি

প্রবাহ রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত শনিবার ও গত রোববার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ২৫৩ জন। দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন শেষে গতকাল রোববার রাতে এ তথ্য জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। তিনি জানান, জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে নির্ধারিত ৫ হাজার টাকা ফি জমা দিয়ে ফরম সংগ্রহ করেন। আজ সোমবার সারাদিন জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম চলবে। জাসদ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- রাজবাড়ী-২ আসনে সাবেক সংসদ সদস্য আবদুল মতিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আখতার হোসেন সাঈদ, কুষ্টিয়া-৩ আসনে গোলাম মোহসীন, ঢাকা-১৩ আসনে আলী আশরাফ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মাহিন আহমেদ, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে জাহিদুল আলম, রংপুর-১ আসনে মোস্তাফিজার রহমান বুলু, সিরাজগঞ্জ-৪ আসনে মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৬ আসনে মোজাম্মেল হক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button