জাতীয় সংবাদ

আওয়ামী লীগের ফরম নিলেন রাষ্ট্রপতির ছেলে : ব্যারিস্টার সুমন

প্রবাহ রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। আগামী ৭ জানুয়ারির ভোটে পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীক চান তিনি। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ২৩, বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। রাজশাহী বিভাগের মনোনয়ন বিক্রির দায়িত্বপ্রাপ্ত নেতা ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ওয়ালিউর রহমান বুলেট এই তথ্য নিশ্চিত করেছেন। হবিগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাই কোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। তিনি গত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। ফরম বিক্রির দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টায় ৬০৫টি মনোনয় ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এদিন সকাল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে ঢুকতেও পারেননি। পরে তিনি বিরক্ত হয়ে ফিরে যান। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন গত শনিবার এক হাজার ৭৪টি ফরম বিক্রি হয়। দলীয় সভাপতি শেখ হাসিনার নামে ফরম তোলা হয়েছে গোপালগঞ্জ-৩ আসন থেকে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য ফরম তোলা হয়েছে নোয়াখালী-৫ আসনের জন্য। প্রথম দিন আলোচিত আরও যারা ফরম নিয়েছেন তাদের মধ্যে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে চাইছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থী হতে চাইছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ফরম তুলেছেন ঢাকা-৬ ও ৮ আসন থেকে। চট্রগ্রাম বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য জিয়াউদ্দিন সিপু বলেন, “চট্রগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির ভাই গতকাল (শনিবার) আমাদের কাছ থেকে চট্রগ্রাম -৯, ১০ ও ১১- এই তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।” সাংবাদিক নঈম নিজাম কুমিল্লা-১০ আসন থেকে এবং সাবেক আমলা আলাউদ্দিন নাছিম ফেনী -২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলেও জানিয়েছেন সিপু। ফরম বিক্রি ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত। এরপর পরে সেগুলো বিচার বিশ্লেষণ করে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের মনোনয়ন বোর্ড। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button