জাতীয় সংবাদ
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন বাসদের ৩ নেতা

প্রবাহ রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) তিন নেতা। তারা হলেন- বাসদের সভাপতি রেজাউল রশিদ খান, সদস্য হামিদুল ও বকুল হোসেন। গতকাল সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তারা। সিরাজগঞ্জ-৬ আসন থেকে রেজাউল রশিদ খান, সুনামগঞ্জ-২ আসন থেকে হামিদুল এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে বকুল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এবং চট্টগ্রাম বিভাগের টিম লিডার জিয়াউদ্দিন এসব তথ্য জানান।