জাতীয় সংবাদ

কোরবানির গরুর মতো বিক্রি হবো না: অলি আহমদ

প্রবাহ রিপোর্ট : তত্ত্বাবধায়ক সরকার ছাড়া লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি অলি আহমদ। তিনি বলেন, কোরবানির গরুর মতো বিক্রি হয়ে ভাগাভাগি ও পাতানো লোভ-লালসার নির্বাচনে এলডিপি অংশ নেবে না। বিএনপির সঙ্গে কর্মসূচি চালিয়ে যাবো। রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির পর নির্বাচনের কথা ভাববো। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় অলি বলেন, এলডিপি চলে যাচ্ছে-যারা এমন গুজব ছড়ায় তাদের আমি মানুষের বাচ্চা বলবো না। তারা আল্লাহর শাস্তি পাবে। অলি বলেন, আমি ১৯৫২ সাল থেকে রাজনীতি করি। আমার বয়স ৮৫ বছর। এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। আমরা মোনাফেক না, ঈমানি মৃত্যু চাই। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নিয়ে গর্ব করতে পারে। দলীয় নেতাকর্মীদের স্লোগান খুবই নিম্নমানের জানিয়ে অলি বলেন, আপনারা জ¦ালাও-পোড়াও স্লোগান দেবেন না, স্লোগান দেবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে। বিএনপির কর্মসূচির সঙ্গে অংশগ্রহণ করবেন। তবে কোনো অন্যায় কাজের আশ্রয় নেবেন না। উত্তেজনা ছড়াবেন না, কাউকে আঘাত করে কটাক্ষ করে স্লোগান দেবেন না।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button