অগ্নিসন্ত্রাস এখন পদ্মাসেতুর দিকে : ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় বাসে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ বাসে ও অন্যান্য গাড়িতে আগুন দেওয়া হচ্ছিল ফাকা জায়গা দেখে এখন দেশের গুরুত্বপূর্ণ সেতু পদ্মা সেতু অভিমুখে অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে। অবরোধ ছাড়াই যখন তখন গাড়িতে অগ্নিসংযোগ চলছে। ঢাকা থেকে পদ্মা সেতু অভিমুখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা টু ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। ধলেশ্বরী সেতুর টোলপ্লাজা পদ্মা সেতুর নির্মানের সময়ই আধুনিক টোলপ্লাজা হিসাবে নির্মান হয়। সেখানে বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করেছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ১৬ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৬ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।