জাতীয় সংবাদ

আজ বিকেলে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করবে আ.লীগ

উদ্বেগ উৎকন্ঠায় অপেক্ষার প্রহর গুণছেন মনোনয়ন প্রত্যাশীরা, শতাধিক সংসদ সদস্য পরিবর্তন হতে পারে এমন আভাস পাওয়ার পরই উৎকন্ঠা বেড়েছে

প্রবাহ রিপোর্ট ঃ উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কারও যাওয়ার সুযোগ নেই তারপরও স্বতন্ত্র পদে দাঁড়ায় অনেকে। এবার শতাধিক অলস, দূর্ণীতিগ্রস্ত, জন বিচ্ছিন্ন সংসদ সদস্য মনোনয়ন পাবেন না বলে গুঞ্জন ছড়িয়ে যাওয়ার পর প্রত্যেকের মনেই উৎকন্ঠা বেড়েছে। কখন আসবে ২৬ নভেম্বর রবিবার। কখন জানতে পারবে তার আসনে কাকে নোমিনেশন দেওয়া হল। যারা মনোনয়ন পাবেন না স্বতন্ত্র পদে প্রার্থী হতে পারেন তবে বিদ্রোহ করায় ফলাফল খুব একটা ভাল হয়না কারো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশের সময় জানা গেছে। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একটি সভা অনুষ্ঠিত হবে। এসময় সব মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button