জাতীয় সংবাদ

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করবেন শেখ হাসিনা

প্রবাহ রিপোর্ট : গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন। একাদশ সংসদ নির্বাচনে দুটি আসনে নির্বাচন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাজোটের শীর্ষ নেত্রী গতবার গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে প্রার্থী হন। এবার রংপুর-৬ দেওয়া হয়েছে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button