তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

প্রবাহ রিপোর্ট : চলতি মৌসুমের শুরুতেই হিমালয় কন্যাখ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীত জেঁকে বসেছে। গতকাল সোমবার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার গত ২৪ ঘণ্টায় নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ নিয়ে গত পাঁচ দিন যাবত দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া অঞ্চলে রেকর্ডভুক্ত হয়েছে। আবহাওয়া অফিসের হিসেবে, দেশের কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ ও ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এই হিসেবে পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার আগে পঞ্চগড়ের কোথাও কোথাও ঘন কুয়াশায় পথ-ঘাট ঢাকা পড়ছে। দুপুর গড়িয়ে যাওয়ার পর সূর্যের আলো ডুবে যাওয়ার পাশাপাশি কনকনে হাঁড় কাঁপানো শীত নামছে। সূর্যের আলোর প্রখরতা থাকলে ঝিরঝির হিমেল বাতাসে জনসাধারণ, গবাদিপশু সহ অন্যান্য প্রাণিকুল তীব্র শীতে কাহিল হয়ে পড়ছে। অনেক কৃষককে গবাদি পশুর গায়ে চট বা কম্বল জড়ায়ে দিয়ে রাখতে দেখা গেছে। তীব্র ঠা-ার কারণে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই সাধারণ মানুষকে বাড়ি ফিরতে দেখা গেছে। ফলে হাট-বাজার ও রাস্তা-ঘাট অনেকটা জনশূণ্য হয়ে পড়ছে। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: রোকনুজ্জামান বলেন, বাংলা বছরের দিনক্ষণ অনুযায়ী অগ্রহায়ণ মাস শেষ এবং পৌষ মাসের শুরু। যেহেতু পৌষ ও মাঘ শীত ঋতু সেই হিসেবে চলমান শৈত্যপ্রবাহ কেটে যেতে আরো কয়েকদিন সময় লাগবে। এ সময়ের মাঝে তাপমাত্রা আরো নিচে নামতে পারে।