জাতীয় সংবাদ

দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৩ লাখ

প্রবাহ রিপোর্ট : দেশে এক মাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে তিন লাখের বেশি। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে তিন লাখ ৬০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে। অপারেটররা বলছে, মূল্যস্ফীতির কারণে কমছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ২০ হাজার এবং অক্টোবরে এসে তিন লাখ ৬০ হাজার গ্রাহক কমেছে মোবাইল ফোন অপারেটরদের। বিটিআরসির হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবরে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজার। সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার। আর আগস্টে ছিল ১১ কোটি ৯৭ লাখ ৯০ হাজার। অক্টোবরে দেশে ব্রডব্যান্ড গ্রাহক দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ ৯০ হাজারে। তিন মাস পর পর হালনাগাদ হওয়া এই হিসাব সেপ্টেম্বরেও একই ছিল। স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতে আনা হচ্ছে নানা পরিবর্তন। অথচ স্মার্ট বাংলাদেশের ভিত্তি ইন্টারনেট হলেও কমছে মোবাইল ডাটার ব্যবহার। অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানান, সব পণ্যে মূল্যস্ফীতির প্রভাব এটি। সব প্রয়োজন মিটিয়ে ইন্টারনেটের পেছনে ব্যয় করতে পারছে না অনেকেই। তবে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদুল আলম জানান, বছরের শেষ দিকে ইন্টারনেট ব্যবহারকারী কমে যাওয়া স্বাভাবিক। আগামী মাস থেকে বা ফেব্রুয়ারি থেকেই ব্যবহারকারী আবার বাড়বে বলে আশা করা যাচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button