কবরস্থানেও ইসরায়েলের হামলা, ছড়িয়ে-ছিটিয়ে আছে লাশ

প্রবাহ রিপোর্ট : ইসরায়েলের হামলা যেন এবার নিষ্ঠুরতার সব পর্যায়কে ছাড়িয়ে গেছে। তাদের হামলা থেকে রক্ষা পেল না কবরস্থানও। একটি কবরস্থানে বুলডোজার চালানো হয়েছে। এতে কবরস্থানে থাকা মরদেহগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে। খবর আল জাজিরা
আল জাজিরার প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, সাদা কাফনে মোড়ানো একটি মরদেহ পড়ে আছে। ছবিটি দেখে বোঝা যাচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমাহিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক মানুষ ছাড়াও শিশুদের মরদেহের অংশও কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে।
গাজায় ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মসজিদ-গির্জাও। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যুদ্ধের সময়ও সামরিক প্রয়োজনীয়তা ছাড়া ধর্মীয় স্থাপনা ও সমাধিস্থল ও কবরস্থানের ক্ষতিসাধন করা যাবে না। কিন্তু ইসরায়েল এসব নিয়মের কিছুই মানছে না।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। বিমান হামলা চালানোর পাশাপাশি স্থল অভিযানও পরিচালনা করে তেল আবিব। এতে এখন পর্যন্ত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।